-
A
হেরাক্লিয়াস, নাজাশী ও পারস্য সম্রাট খসরু পারভেয
-
B
হেরাক্লিয়াস, নাজাশী ও মুকাওকিস
- Share this MCQ
B
Answer:
B
হেরাক্লিয়াস, নাজাশী ও মুকাওকিস- এই তিনজন নবী করীম (সা)-এর পত্রের সঙ্গে ভক্তি ও সম্ভ্রমপূর্ণ আচরণ করেন। তাঁদের পক্ষ থেকে প্রদত্ত জওয়াব ছিল বিনয় মিশ্রিত ও শ্রদ্ধাবিজড়িত। নাজাশী ও মুকাওকিস রাসূল (সা)-এর দূতকে খুবই সম্মান করেন । মুকাওকিস তাঁকে উপঢৌকন পাঠিয়েছিলেন যার মধ্যে দু'জন বাদীও ছিল । এদের একজনের নাম ছিল মারিয়া (রা)। রাসূলুল্লাহ (সা)-র সাহেবযাদা হযরত ইবরাহীম (রা) তাঁর গর্ভে জন্মগ্রহণ করেন ।
পারস্য সম্রাট খসরু পারভেয পত্র পেতেই তা ছিড়ে ফেলে এবং বলে : আমার গোলাম হয়ে আমাকে এভাবে লেখে! ১ রাসূলুল্লাহ (সা)-এ সম্পর্কে অবহিত হয়ে বলেন : আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে দিন।
Click me to Read more Question & Answer of
নবী করীম (সা)-এর পত্রাবলী
Share this MCQ