“বনী কায়নুকা ও অবশিষ্ট ইয়াহুদীদের মধ্যে শত্রুতা চলে আসছিল । এর কারণ বনী কায়নুকা বনী খাযরাজের সঙ্গে বু’'আছ যুদ্ধে শরীক ছিল । আর বনী নাদীর ও বনী কুরায়জা অত্যন্ত নিমর্মভাবে বনী কায়নুকার রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের মেরুদণ্ড অত্যন্ত কঠিন হাতে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, অথচ তারা বন্দী সমস্ত ইয়াহুদীদের মুক্তিপণ (ফিদয়া)-ও আদায় করে দিয়েছিল । অনন্তর ‘বু’আছ' যুদ্ধের পর থেকে ইয়াহুদী গোত্রগুলোর মধ্যে পারস্পরিক ঝগড়া চলে আসছিল । কায়নুকা গোত্র ও আনসারদের মধ্যে যুদ্ধ হলে আনসারদের মুকাবিলায় কোন ইয়াহুদীই তাদের সহযোগিতা দেয়নি ।”
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 192]