- A ৭০ খৃস্টাব্দে
- B ১৪ খৃস্টাব্দে
- C ১৪০ খৃস্টাব্দে
- D ৪৪ খৃস্টাব্দে
- Share this MCQ
Answer:
A
Click me to Read more Question & Answer of
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের বাল্য জীবন
Share this MCQ
বর্তমানে এই ঐতিহাসিক সত্য অগ্রাধিকার লাভ করেছে যে, ইয়াহূদীদের অধিকাংশই আরব উপদ্বীপে সাধারণভাবে, বিশেষভাবে ইয়াছরিব শহরে খৃষ্টীয় প্রথম শতাব্দীতে আগমন করে। প্রখ্যাত ইয়াহুদী পণ্ডিত ড. ইসরাঈল ওয়েলফিনসন লেখেন :
“৭০ খৃস্টাব্দে ইয়াহুদী ও রোমকদের যুদ্ধের পরিণতিতে যখন ফিলিস্তীন ও বায়তুল মাকদিস ধ্বংস হয়ে যায় এবং ইয়াহুদীরা দুনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তখন ইয়াহূদীদের বহু দল আরব দেশগুলোর দিকে মুখ ফেরায়। একই বক্তব্য ইয়াহুদী ঐতিহাসিক জোসেফাসেরও যিনি নিজেও এই যুদ্ধে শরীক ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে ইয়াহুদী ইউনিটগুলোর নেতৃত্বও করেছিলেন। আরবী উৎসসমূহেও এর সমর্থন পাওয়া যায় ।”
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 190]Share this MCQ