- A গাতাফান গোত্র
- B ইয়াহুদী
- C কুরায়শ
- Share this MCQ
এই যুদ্ধের মূল কারণ ছিল ইয়াহুদীরা। ঘটনার বিবরণ এই যে, বনী নাদীর ও বনী ওয়াইলের কিছু লোক মক্কায় যায় এবং কুরায়শদের সঙ্গে দেখা করে তাদেরকে রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে উস্কানি দিতে ও উত্তেজিত করতে শুরু করে। কুরায়শদের এ ধরনের যুদ্ধের অভিজ্ঞতা ছিল এবং তারা বহু আগে থেকেই এর ফল ভোগ করে আসছিল । এজন্য তারা এর সাহস করছিল না। কিন্তু ইয়াহূদীদের প্রতিনিধি দলটি অবস্থাকে অত্যন্ত অনুকূল ও উপযোগী করে তাদের সামনে তুলে ধরে । তারা এও আশ্বাস দেয় যে, এমতাবস্থায় আমরা আপনাদের সাথেই থাকব এবং যতদিন না এই দীনকে জড়েমূলে উৎসাদন করতে পারব ততদিন আমরা দম নেব না। এ কথায় কুরায়শরা খুব খুশী হয় এবং আনন্দাতিশয্যে তাদের এই আহ্বান কবুল করে। সকলেই এ বিষয়ে একমত হয় এবং সমর প্রস্তুতিতে লেগে যায়। প্রতিনিধি দল এখান থেকে বেরিয়ে গাতাফান গোত্রে গমন করে এবং তাদেরকেও এই যুদ্ধে শরীক হওয়ার আহ্বান জানায়। তাদের বিভিন্ন গোত্রের ভেতর ঘুরে ফিরে মদীনার ওপর হামলার নতুন পরিকল্পনা বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরে এবং কুরায়শরা যে অত্যন্ত উৎসাহের সঙ্গে যুদ্ধে আসছে সে বিষয়েও সবাইকে অবহিত করে। [১]
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 266]
Share this MCQ