ব্যাখ্যা: আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সঙ্গীরা মুসলিম বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করার জন্য মুসলিম বাহিনীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতে মুসলিম বাহিনীর মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে সাধারণ সৈন্যরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গ ত্যাগ করে এবং যারা বাকী থাকবে তাদেরও উদ্যম ও মনোবল ভেঙ্গে পড়ে। পক্ষান্তরে এ দৃশ্য দেখে শত্রুদের সাহস বেড়ে যায়।
[তথ্যসূত্র: আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা - শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) -অনুবাদ - আব্দুল খালেক রহমানী, মুয়ীনুদ্দীন আহমাদ - পৃষ্ঠা নম্বর: 296]