ব্যাখ্যা: রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন বিশিষ্ট সাহাবীগণের একটি দল এবং হামযাহ (রাঃ)। তারা মনে করতেন যে, এভাবে নগরে অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষের সাহস বেড়ে যাবে। তারা শত্রুপক্ষকে দেখাতে চাইছিলেন যে, তারা দুর্বল নই কিংবা কাপুরুষও নই। আজ যদি তারা অগ্রসর হয়ে আক্রমণ করতে পারে তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ তাদেরকে আক্রমণ করতে এত সহজে সাহসী হতে পারবে না।
[তথ্যসূত্র: আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা - শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) -অনুবাদ - আব্দুল খালেক রহমানী, মুয়ীনুদ্দীন আহমাদ - পৃষ্ঠা নম্বর: 294]