- A 2 জন
- B 3 জন
- C 4 জন
- D 5 জন
- Share this MCQ
পূর্বেই বলা হয়েছে যে, আবূ সুফিয়ান কসম খেয়েছিলেন, যতদিন না মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারবেন ততদিন মাথায় এক ফোঁটা পানিও ঢালবেন না। তিনি তাঁর কসম পূর্ণ করবার নিয়তে কুরায়শদের দু'শ অশ্বারোহীসহ আক্রমণের উদ্দেশ্যে বের হন। বনী নাদীর নেতা সাল্লাম ইবন মাশকামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইতে সে কেবল অনুমতিই দিল না, বরং ডেকে যথাযথ মেহমানদারীও করল এবং মদীনার অবস্থা সম্পর্কে তাকে অবহিতও করল। আবূ সুফিয়ান কিছু লোক গোয়েন্দাগিরির উদ্দেশে পাঠান যারা দু'জন আনসারকে শহীদ করে।
রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামসহ তাদের পশ্চাদ্ধাবনে বহির্গত হন । কিন্তু আবূ সুফিয়ান তার দলবসহ মুসলমানদের পৌছবার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হন, পেছনে রেখে যান বিপুল পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্য যার বেশির ভাগ ছিল ছাতু । এজন্য এই গাযওয়াকে “গাযওয়াতুস সাবীক” বা ছাতুর যুদ্ধও বলে । ৩
৩ : সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৪-৪৫; আরবী ভাষায় ছাতুকে সাবীক বলে ।
Share this MCQ