- A রাসূলুল্লাহ (সা)-এর চাচা ‘আব্বাস ইবন আবদি’ল-মুত্তালিবও
- B রাসূলুল্লাহ (সা)-এর পিতৃব্য পুত্র আকীল ইবন আবী তালিবও
- C তদীয় কন্যা হযরত যয়নব (রা)-এর স্বামী আবু'ল-'আস ইবনু’র-রবীও
- D সবাই
- Share this MCQ
যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের আচরণ
রাসূলুল্লাহ (সা) যুদ্ধবন্দীদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেন এবং বলেন, “ওদের সঙ্গে ভাল ব্যবহার করবে”। উল্লিখিত আবূ উযায়রই বর্ণনা করেন, তারা যখন আমাকে বন্দী করে নিয়ে এল তখন জনৈক আনসারীর ঘরে আমার জায়গা মিলল। তারা আমাকে দুই বেলা রুটি খেতে দিত আর নিজেরা খেজুর খেয়ে থাকত। এ ছিল রাসূলুল্লাহ (সা)-এর উপদেশ ও নির্দেশেরই ফল । কেউ কোথাও থেকে এক টুকরা রুটি পেলেও তা আমাকে এনে দিত । আমার লজ্জা লাগত তা গ্রহণ করতে, তাই আমি তা ফিরিয়ে দিতাম। কিন্তু তারা আমাকে জোর করে দিত এবং নিজেরা তা হাত দিয়েও ধরত না। ২
এসব যুদ্ধবন্দীর মধ্যে রাসূলুল্লাহ (সা)-এর চাচা ‘আব্বাস ইবন আবদি’ল-মুত্তালিবও ছিলেন, ছিলেন পিতৃব্য পুত্র আকীল ইবন আবী তালিবও । ৩
তদীয় কন্যা হযরত যয়নব (রা)-এর স্বামী আবু'ল-'আস ইবনু’র-রবীও ছিলেন। এঁদের সঙ্গে কোনরূপ বিশেষ ব্যবহার করা হয়নি। সাধারণ যুদ্ধবন্দীদের সঙ্গে যেরূপ ব্যবহার করা হয়েছিল এঁদের সঙ্গেও সেই একই ব্যবহার করা হয় ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 242] ২. প্রাপক্ত ;
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩২. পৃ.
Share this MCQ