- A সেন্ট্রোজোম
- B লাইসোজোম
- C গলজি বস্তু
- D এন্ডোপ্লাজমীয় জালিকা
- Share this MCQ
Answer:
A
Click me to Read more Question & Answer of
ইসলামী বিশ্বের জ্ঞান
Share this MCQ
Answer: (ক) সেন্ট্রোজোম
Explanation:
সেন্ট্রোজোম (Centrosome) কোষের একটি পর্দাবিহীন অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবুল সংগঠিত করতে সাহায্য করে। মাইক্রোটিউবুল হলো কোষের একটি অবয়ব যা কোষ বিভাজন, কোষের গঠন এবং কোষের চলাফেরার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে ভূমিকা রাখে।
কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম কোষের দুই মেরুতে চলে যায় এবং মাইক্রোটিউবুল গঠন করে। এই মাইক্রোটিউবুলগুলো কোষের ক্রোমোজোমগুলোকে দুই ভাগে ভাগ করে এবং কোষের দুই মেরুতে টেনে নিয়ে যায়। ফলে কোষ বিভাজন সম্পন্ন হয়।
সেন্ট্রোজোম কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্ট্রোজোম ছাড়া কোষ বিভাজন সম্পন্ন হতে পারে না।
লাইসোজোম, গলজি বস্তু এবং এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো করে। তবে এগুলো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না।
Share this MCQ