- A কোশপর্দা
- B নিউক্লিয়াস
- C সাইটোপ্লাজম
- D কোনটিই নয়
- Share this MCQ
Answer: (গ) সাইটোপ্লাজম
Explanation:
কোষের ভেতরকার জেলির মতো অর্ধতরল পদার্থকে সাইটোপ্লাজম বলা হয়। এটি কোষের প্রধান অংশ। এটি কোষের ভেতরে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয় তা সম্পন্ন করে।
সাইটোপ্লাজমের প্রধান উপাদান হলো জল। এর মধ্যে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ থাকে। জৈব পদার্থের মধ্যে প্রোটিন, শর্করা, লিপিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থাকে। অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন খনিজ লবণ, ধাতু ইত্যাদি থাকে।
সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। যেমন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলজিবস্তু, লাইসোসোম, ভ্যাকুওল ইত্যাদি।
সুতরাং, কোষের ভেতরকার জেলির মতো অর্ধতরল পদার্থকে সাইটোপ্লাজম বলা হয়।
সাইটোপ্লাজম (Cytoplasm)— কোশের ভেতরকার জেলির মতো অর্ধতরল পদার্থ। বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয় তা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়।
Share this MCQ