কিভাবে সফল মানুষ হওয়া যায়?

Rumman Ansari   2022-12-05   Developer   islam > how to become successful human   272 Share

এখানে তিনটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়েছে

প্রথমটি হলো যে, আল্লাহ কে বিশ্বাস করা, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর থেকে সাহায্য প্রার্থনা করা।

3:160

যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কেহই তোমাদের উপর জয়যুক্ত হবেনা; এবং যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তাঁর পরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? এবং বিশ্বাসীগণ আল্লাহর উপরেই নির্ভর করে থাকে। অনুবাদক - মুজিবুর রহমান

If Allah should aid you, no one can overcome you; but if He should forsake you, who is there that can aid you after Him? And upon Allah let the believers rely. Sahih International


দ্বিতীয় বিষয়টি হলো, যে বিষয়ে আপনি সফলতা পেতে চাইছেন সেটি পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

29:69

যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথে আছেন। অনুবাদক - মুজিবুর রহমান

And those who strive for Us - We will surely guide them to Our ways. And indeed, Allah is with the doers of good. Sahih International


তৃতীয় বিষয়টি হলো, আপনাকে ভালো পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ যদি আপনি কোন বিষয় না জানেন তাহলে সেই বিষয়ে যে ব্যাক্তি বিজ্ঞ মানুষ তার কাছে সাহায্য/পরামর্শ চান এবং তার সঙ্গে পরামর্শ করুন সেই বিষয়বস্তু সম্পর্কে।

16:43

তোমার পূর্বে আমি অহীসহ (পুরুষ) মানুষই প্রেরণ করেছিলাম, তোমরা যদি না জান তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। অনুবাদক - মুজিবুর রহমান

And We sent not before you except men to whom We revealed [Our message]. So ask the people of the message if you do not know. Sahih International

21:7

আর তোমার পূর্বে আমি পুরুষই পাঠিয়েছিলাম, যাদের প্রতি আমি ওহী পাঠাতাম। সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর যদি তোমরা না জান। অনুবাদক - আল-বায়ান

তোমার পূর্বে যে সব রসূল পাঠিয়েছিলাম যাদের প্রতি আমি ওয়াহী করতাম তারা মানুষই ছিল, তোমরা যদি না জান তবে (অবতীর্ণ) কিতাবের জ্ঞান যাদের আছে তাদেরকে জিজ্ঞেস কর। তাইসিরুল

তোমার পূর্বে আমি অহীসহ মানুষই পাঠিয়েছিলাম; তোমরা যদি না জান তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। অনুবাদক - মুজিবুর রহমান

And We sent not before you, [O Muhammad], except men to whom We revealed [the message], so ask the people of the message if you do not know. Sahih International