বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা - First Indian woman in various fields
ক্রম |
ক্ষেত্র |
প্রথম মহিলা |
1 |
প্রথম ভারতীয় মিসওয়ার্ল্ড মহিলা |
রিতা ফারিয়া |
2 |
সুপ্রিমকোর্টে প্রথম মহিলা বিচারপতি |
মিসেস মিরা সাহিব ফাতিমা বিবি |
3 |
প্রথম মহিলা রাষ্ট্রদূত |
মিসঃ সি. বি. মুথাম্মা |
4 |
প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
শ্রীমতি ইন্দিরা গান্ধী |
5 |
মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা |
বাচেন্দ্রি পাল |
6 |
স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর |
সরোজিনী নাইডু |
7 |
মাউন্ট এভারেস্টে দু-বার ওঠা প্রথম মহিলা |
সন্তোষ যাদব |
8 |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি |
অ্যানি বেসান্ত |
9 |
হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি |
লীলা শেঠ |
10 |
ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা পাইলট |
হরিতা কাউর দয়াল |
11 |
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি |
বিজয়লক্ষ্মী পন্ডিত |
12 |
রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
সুচেতা কৃপালনী |
13 |
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে প্রথম মহিলা চেয়ারম্যান |
রোজ মিলিয়ন বেথিউ |
14 |
প্রথম মহিলা ডি. জি. পি. |
কাঞ্চন চৌধুরী ভট্টাচারিয়া |
15 |
প্রথম মহিলা লেফট্যান্যান্ট জেনারেল |
পুনিটা আরোরা |
16 |
প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল |
পি. বন্দ্যোপাধ্যায় |
17 |
ইন্ডিয়ান্স এয়ারলাইন্স- এ প্রথম মহিলা চেয়ারপারসন |
সুষমা চাওলা |
18 |
প্রথম মহিলা আই. পি. এস অফিসার |
কিরণ বেদি |
19 |
দিল্লিতে প্রথম এবং শেষ প্রথম মহিলা শাসক |
রাজিয়া সুলতানা |
20 |
প্রথম মহিলা অশোক চক্র প্রাপক |
নীরজা ভানোট |
21 |
ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা |
আরতি সাহা |
22 |
প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক |
মাদার টেরেসা |
23 |
প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক |
শ্রীমতি ইন্দিরা গান্ধী |
24 |
প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক |
আশাপূর্ণা দেবী |