শিরক বর্জনের আদব ও দু'আ

Rumman Ansari   2023-03-21   Developer   islam > Etiquette and Dua of Abstaining from Shirk   271 Share

৪. শিরক বর্জনের আদব ও দু'আ

কাউকে আল্লাহ তা'আলার সমকক্ষ অথবা শরীক সাব্যস্ত করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। আমরা এরূপ সকল কাজ হতে সর্বদায় বিরত থাকব ।

শিরক বর্জনের আদব ও দু'আ
Figure: শিরক বর্জনের আদব ও দু'আ

اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ.

উচ্চারণ: আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা আন্ উরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাফিরুকা লিমা- লা- আ'লাম ।

অর্থ: হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শির্ক(শিরক) করা হ'তে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শির্ক হয়ে গেলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি । 8

* সহীহ আল জামি'- হাঃ ৩৭৩১ ।