কাপড় পরিধানের আদব ও দু'আ
১৩. কাপড় পরিধানের আদব ও দু'আ
“বিসমিল্লা-হ” বলে ডান দিক হতে কাপড় পরব এবং দু'আ পাঠ করব ।
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ : আল-হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা- ওয়ারাযাক্বানীহি মিন্ গয়রি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্ ।
অর্থ : যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন । [১৪]
Reference
১৪। আবূ দাউদ- হাঃ ৪০২৩, (সহীহ)।